এস্টন ভিলার বিপক্ষে টটেনহামের পরাজয়

এস্টন ভিলার বিপক্ষে টটেনহামের পরাজয়

ইংলিশ প্রিমিয়ার লীগের খেলায় এস্টন ভিলার কাছে ২-০ গোলের ব্যবধানে হেরেছে টটেনহাম হটস্পার। রবিবার রাতে টটেনহাম হটস্পার স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় ঘরের মাঠে হারের মুখ দেখলো স্বাগতিকরা।

খেলার প্রথমার্ধে উভয়পক্ষের আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। বল দখলে এগিয়ে থাকা টটেনহাম চেষ্টা করেও সুবিধা করতে পারেনি। এস্টন ভিলার রক্ষণভাগে খেই হারান টটেনহামের খেলোয়াড়রা। বল পায়ে প্রথমার্ধে এস্টন ভিলাও ফলাফলশূন্য থাকে। ফলে প্রথমার্ধ কাটে গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে গর্জে ওঠে এস্টন ভিলা। খেলার ৫০ মিনিটের মাথায় ভিলার পক্ষে গোল করেন এমি বুয়েন্দিয়া। এর ফলে ১-০ তে এগিয়ে যায় ভিলা। ১ গোল করেও আক্রমণ থামায়নি উনাই এমেরির দল। ম্যাচের ৭৩ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে দলকে ২-০ তে এগিয়ে নিয়ে যায় ডগলাস লুইজ। অনেক চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি টটেনহাম। নির্ধারিত সময় শেষে ২-০ গোলের ব্যবধানে জয় তুলে নেয় এস্টন ভিলা।

এই জয়ের পর এস্টন ভিলা আছে পয়েন্ট টেবিলের ১২ তম স্থানে। টটেনহাম হটস্পার অবস্থান করছে পয়েন্ট টেবিলের ৫ম স্থানে।

দিনের অপর খেলায় নটিংহাম ফরেস্টের সাথে ১-১ গোলে ড্র করেছে চেলসি।

খেলার প্রথম থেকেই বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে চেলসি। ম্যাচ প্রথম গোলের দেখা পায় মাত্র ১৬ মিনিটের মাথায়। দারুণ এক গোলে চেলসিকে এগিয়ে নিয়ে যায় রহিম স্টার্লিং। এরপরও চলে একের পর এক আক্রমণ। প্রথম থেকেই বেশ দুর্বল লাগছিলো নটিংহামকে। বল পায়ে রাখা থেকে রিসিভ কিছই ভালো হচ্ছিলো না তাদের। প্রথমার্ধ শেষে চেলসি ১-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে। তবে দ্বিতীয়ার্ধে চমক দেখায় নটিংহাম। ম্যাচের ৬৩ মিনিটে সার্জ আউরিয়েরের গোলে সমতায় ফেরে নটিহাম। এরপর উভয় দলের চেষ্টার পরও আর গোল হয়নি। নির্ধারিত সময় শেষে ১-১ গোলে ড্র হয়ে যায় ম্যাচ।

এই খেলা শেষে, চেলসির অবস্থান পয়েন্ট টেবিলের ৮ম স্থানে। নটিংহাম ফরেস্ট অবস্থান করছে পয়েন্ট টেবিলের ১৮তম স্থানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *