উগান্ডায় পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু

উগান্ডায় পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু

উগান্ডার রাজধানী কাম্পালায় শপিংমলে পদদলিত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে বর্ষবরণের আতশবাজির অনুষ্ঠান দেখতে তারা সেখানে জড়ো হয়েছিলেন।

পুলিশের বরাত দিয়ে একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন বছর বরণে রাজধানী কাম্পালার ফ্রিডম সিটি শপিং মলে জড়ো হন অসংখ্য মানুষ। ঘড়ির কাঁটা মধ্যরাত স্পর্শ করার সঙ্গে সঙ্গে আতশবাজির প্রদর্শন শুরু হয়। প্রদর্শন শেষে লোকজন ধাক্কাধাক্কি শুরু করে। একপর্যায়ে সেখানে তারা আটকা পড়েন। শ্বাসরোধেও অনেকের মৃত্যু হয়েছে।

উগান্ডা পুলিশের মুখপাত্র লুক ওয়োইসিগেরে জানিয়েছেন, জরুরি সেবা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান ও আহতদের হাসপাতালে পাঠান, সেখানে ৯ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।

এদিকে বিশ্বের আটশ কোটি মানুষ জমকালো আয়োজনে বরণ করে নিয়েছে নতুন বছর, ২০২৩ সালকে। ঘড়ির কাঁটার সেকেন্ড ১২-তে পৌঁছা মাত্রই রঙিন আলোয় ভরে ওঠে আকাশ। ফানুস আর আতশবাজিতে মেতে ওঠে সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *