বছরের শেষ দিনটা আমার জন্য শুভ ছিলো না: হানিফ সংকেত

বছরের শেষ দিনটা আমার জন্য শুভ ছিলো না: হানিফ সংকেত

জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক হানিফ সংকেতও সমান জনপ্রিয়। নতুন বছরের আগমন ঘিরে পুরো বিশ্ব যখন উদযাপনে ব্যস্ত, তখন বাদ যাননি হানিফ সংকেতও। তবে বিদায়ী ২০২২ সালের শেষ দিনটি তার জন্য শুভ ছিলো না বলে উল্লেখ করে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

রবিবার (১ জানুয়ারি) রাতে দেওয়া একটি স্ট্যাটাসে হানিফ সংকেত এই কথা জানান।

হানিফ সংকেতের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- ‘২০২২ এর শেষ দিনটা আমার জন্য শুভ ছিলো না। সেদিন আমার জন্য অপেক্ষা করছিলো এক মহা দুঃসংবাদ। আর তা হলো আমার বোন জাহানারা বেগমের মৃত্যু সংবাদ। জাহানারা বয়সে আমার ছোট এবং বোনদের মধ্যে দ্বিতীয়।’

তিনি আরও লেখেনে, ‘গত ২৬ ডিসেম্বর দুপুরে আমার বোনের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, সেদিনই তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করি। চিকিৎসকরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা করেন। কিন্তু মস্তিষ্কে এত বেশি রক্তক্ষরণ হয়েছে যে, চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে ৩১ ডিসেম্বর বিকাল ৪টায় আমার বোনটির মৃত্যু ঘটে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আমার বোনের স্বামীর নাম জুনাইদ ইকবাল, ঢাকায় ব্যবসা করেন। ওদের তিনটি সন্তান-১ ছেলে, ২ মেয়ে। মৃত্যুর পর পরই তাকে তার নিজের এবং তার স্বামী ও সন্তানদের ইচ্ছে অনুযায়ী শ্বশুর বাড়ি শেরপুরে নিয়ে যাই এবং আজ সকালে পারিবারিক গোরস্থানে সমাহিত করি।’

শেষ দিকে হানিফ সংকেত লেখেন, ‘বছরের শেষ দিন আমার বোনের এই অকস্মাৎ মৃত্যু আমাকে ভীষণ কষ্ট দিয়েছে। আল্লাহ যেন আমাকে এই কষ্ট সইবার শক্তি দেন। আপনারা আমার বোনের জন্য দোয়া করবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *