তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে প্রথম দিনে ১৮,৪০,০৪৪ টাকা টোল আদায়

তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে প্রথম দিনে ১৮,৪০,০৪৪ টাকা টোল আদায়

স্বাভাবিকের চেয়ে কম গাড়ি চলাচল করছে নারায়ণগঞ্জ একেএম নাসিম ওসমান শীতলক্ষ্যা তৃতীয় সেতু দিয়ে।

নারায়ণগঞ্জ বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধনের ২৪ ঘন্টা মোট গাড়ি পারাপার হয়েছে ৪৪১টি। টোল আদায় হয়েছে ১৮,৪০,০৪৪ টাকা। স্বাভাবিকের চেয়ে কম সংখ্যক গাড়ি চলাচল করছে এই সেতু দিয়ে।

ইজিবাইক, রিক্সা, মোটরসাইকেল, সিএনজি চলতে দেখা গিয়েছে। দুই একটি ট্রাক ছাড়া তবে কোনো ভারী যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

উল্লেখ্য, নারায়ণগ‌ঞ্জে বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতুর দ্বার উম্মোচন হয়েছে কাল। দুপুর ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। সেই লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি শেষ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। উদ্বোধনের পরই যান চলাচলের জন্য খুলে দেয়া হয় শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *